বার্তা কক্ষ 
                            
                    
                                04th Nov 2022 7:40 pm  |  অনলাইন সংস্করণ
                            
                            
                        লালপুর প্রতিনিধি( লালপুর)
নাটোরের লালপুর উপজেলার করিমপুর সরকারি হাইস্কুল মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
শুক্রবার  ৪ নভেম্বর করিমপুর খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন
সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ আবুল কালাম আজাদ ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু।
আরও উপস্থিত ছিলেন চংধুপইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বী করেন রাজশাহী ফুটবল একাদশ বনাম দিঘা ফুটবল একাদশ (বাঘা)।
উদ্বোধনী ম্যাচে রাজশাহী ফুটবল একাদশ ২-০ গোলে দিঘা ফুটবল একাদশকে ( বাঘা)পরাজিত করে ৷
Array
 
  
  
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
