অস্ট্রেলিয়া বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ড সফরে যায় ভারতীয় ক্রিকেট দল। সফরের শুরুতে ভারতীয় ক্রিকেট দল মুখোমুখি হয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সফরে। ম্যাচগুলোতে অধিনায়কের দায়িত্ব পালন করেন হার্দিক পান্ডিয়া।
যদিও সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৯১ রান করে ভারত জয় পায় ৬৫ রানে।
শুক্রবার (২৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অকল্যান্ডের ইডেন পার্কে এদিন টস জিতে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক নিউজিল্যান্ড।
প্রথমে ব্যাটিংয়ে নেমে স্রেয়াশ আইয়ার (৮০), শিখর ধাওয়ান (৭২), শুভমান গিলের (৫০) ফিফটি আর ওয়াশিংটন সুন্দরের ১৬ বলের ৩৭ রানের ঝড়ো ইনিংস এবং সানজু স্যামসনের ৩৮ বলের ৩৬ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে ৮৮ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে টম লাথামকে সঙ্গে নিয়ে ১৬৫ বলে ২২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৭ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দলের ৭ উইকেটের জয়ে ১০৪ বলে ১৯টি চার আর ৫টি ছক্কার সাহায্যে অপরাজিত ১৪৫ রান করেন টম লাথাম। ৯৮ বলে ৭টি চার আর এক ছক্কার সাহায্যে ৯৪ রান করে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন।
Array