ফুটবল বিশ্বকাপ মানে অন্যরকম উন্মাদনা। আর বাঙালির কাছে এই উন্মাদনা যেন আরেকটু বেশিই। রোববার (২০ নভেম্বর) থেকে কাতারে শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’কে ঘিরে উন্মাদনা পুরো বিশ্বে।
ইতোমধ্যে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা এই দু’দলের সমর্থনে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে সমর্থকেরা। শোবিজের তারকারাও পছন্দের দলকে সমর্থন জানিয়ে তাতিয়ে তুলছেন বিপক্ষ দলের ভক্ত-সমর্থকদের।
শুক্রবার (২৫ নভেম্বর) দিবাপূর্ব রাতে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়লাভে বেশ উচ্ছ্বসিত ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সমর্থকদের মজার ছলে একপ্রকার উত্যক্তই করলেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে মিম তার ফেসবুক পাতায় লেখেন, ‘আর্জেন্টিনা ফ্যানরা আজকে (শুক্রবার) ব্রাজিলের ম্যাচ দেখতে ভুলবেন না কিন্তু। আর সাথে টিস্যু রাখবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে।’
এরপর ব্রাজিল ম্যাচ জেতার পর এই নায়িকা আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি ‘আর্জেন্টিনা থেকে ব্রাজিল যোগদান ফরম’ তুলে ধরেন। ক্যাপশনে লেখেন, ‘এখনও সময় আছে। বিজ্ঞতার সঙ্গে সিদ্ধান্ত নিন। খুব ভালো করেছো ব্রাজিল।’
Array