- নীলফামারী প্রতিনিধি/
‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে দেশে অগ্নিনিরাপত্তা জোরদারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়াতে নীলফামারীতে তিন দিনব্যাপী ফায়ার সপ্তাহের শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কেক কেটে ফায়ার সপ্তাহের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে ফায়ার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম। এসময় নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন, চাঁদের হাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক জানান, অগ্নিনিরাপত্তা জোরদার করতে সকল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এবারও এ জেলায় ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন হচ্ছে। জনসচেতনতা বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। গতবছরের ন্যায় এ বছরে দুর্ঘটনার সংখ্যা কমে এসেছে। ২০২১ সালে জেলায় ৬৯৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে আনুমানিক ক্ষতির পরিমাণ ছিল ১০৫ কোটি টাকা, আনুমানিক উদ্ধার করা হয়েছে ৫০ কোটি টাকা। এছাড়া সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে ১০৪টি। এতে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৪৬ জনকে ও নিহত হয়েছে ২৩ জন। চলতি বছরে এ পর্যন্ত ৪৭২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ ছিল ১ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার টাকা টাকা, আনুমানিক উদ্ধার করা হয়েছে ৭ কোটি ৭০ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া ট্রেন দুর্ঘটনায় ঘটে ৬টি। এতে আহত উদ্ধার করা হয় ১০ জনকে ও নিহত উদ্ধার করা হয়েছে ৭ জনকে।
তিনি আরও বলেন, তিন দিনব্যাপী চলা ফায়ার সপ্তাহের আগামী ১৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠিত হবে। জেলার ৮টি ফায়ার স্টেশনে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির পালন করা হবে।
Array