দেশের শোবিজ অঙ্গনে বর্তমান আলোচিত ঘটনা হলো শাকিব-বুবলীর সন্তান ।এ প্রসঙ্গ কিছুতেই থামছেই না। আড়াই বছরের সন্তানকে সবার সামনে হাজির করার পর নাম-পরিচয় জানিয়েছিলেন শবনম বুবলী। এবার জানালেন শাকিব খানের সঙ্গে তার বিয়ের তারিখ এবং সন্তান শেহজাদ খান বীরের জন্মদিনের তারিখ জানান। এতে করে সবার আগ্রহ বেড়ে যায় । একের পর এক আসল ঘটনা নিজেই ফাঁস করছেন বুবলী ।
আজ সোমবার বিকালে নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেইজে বুবলী নিজেই জানান তার জীবনের স্মরনীয় দুটি দিনের কথা। যার একটি শাকিব খানের সঙ্গে বিয়ে আরেকটি হলো ছেলে বীরের জন্মদিন।
শাকিবের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্বরনীয় দুটো তারিখ। ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। আমাদের বিবাহের দিন এবং আমাদের সন্তানের জন্মদিন। ছবিগুলো যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে তোলা। পরে সবার কাছে দোয়াও চেয়েছেন বুবলী।
বুবলীর পোস্ট অনুসারে বোঝা যাচ্ছে ২০১৮ সালের ২০ জুলাই শাকিব-বুবলী বিয়ে করেন । আর ২১ মার্চ ২০২০ সালের তাদের সন্তান জন্ম নেয় বলে সবার ধারনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে সন্তানের জন্ম দেন বুবলী। ছেলের নাম রাখা হয় শেহজাদ খান বীর।
Array