আজকালের বার্তা প্রতিবেদন : আজ ০৯/০৯/২০২২ইং তারিখ বেলা ১২:০০ টায় বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের নেতারা নব নির্বাচিত ডেপুটি স্পিকার জনাব শামসুল হক টুকু এমপিকে ফুলের শুভেচ্ছা প্রদান করেছেন। এ সময় পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে তাঁর মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপিও প্রদান করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি কার্তিক সরকার,সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান হোসেন প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলী,সহ: সভাপ্রতি মোঃ সাইফুল ইসলাম শাহিন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রেজাউল আলম,সহ: সাংগঠনিক সম্পাদক মোঃ মোকলেছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা মাননীয় ডেপুটি স্পিকারের নিকট তৃতীয় শ্রেণির কর্মচারীদের বৈষম্যের কথা তুলে ধরেন। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান হোসেন প্রামাণিক সামাজিক মর্যাদা বৃদ্ধি জন্য তাদের পদবী প্রশাসনিক কর্মকর্তা এবং স্বাভাবিক জীবন যাপনের জন্য ১১তম গ্রেডে বেতন/ভাতার দাবি জানান। তিনি অতি দ্রæত পাঁচ দফা দাবি বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য মাননীয় ডেপুটি স্পিকারের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী,মাননীয় শিক্ষামন্ত্র কে সবিনয়ে অনুরোধ করেন। দাবী সমূহঃ ১। তৃতীয় শ্রেণি কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। ২। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রæত ব্যবস্থা নিতে হবে। ৩। শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরীবিধি-২০১২ দ্রæত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে। ৪। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রæত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। ৫। সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।