বার্তা কক্ষ
25th Dec 2022 8:48 am | অনলাইন সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ইঞ্জিনচালিত ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দৌলতপুর থানার ওসি মো. মজিবর রহমান এসব তথ্য জানিয়েছেন।
নিহত দুজন হলেন দৌলতপুরের শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে ইরফান (৩৪) ও মৌবাড়ীয়া গ্রামের মো. জামাল মন্ডলের ছেলে আসিক (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত দুজন মোটরসাইকেলের আরোহী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। তবে সেখানে পথেই তাদের মৃত্যু হয়।
Array