স্টাফ রিপোর্টারঃ
চাপাইনবয়াবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় মোহবুল্লাহ কলেজ-ঝাউবোনা ১কিলোমিটার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে নির্মানাধীন সড়কের মাঝামাঝি স্থানে রাস্তার ঢাল নির্মানে টেকসই জিএসপি পেপারের পরিবর্তে নিম্নমানের সাধারণ পলিথিন ব্যবহার ও বালুর পরিবর্তে মাটি দিয়ে কোনরকম চাপা দিয়ে রাখা হয়েছে। যা বর্ষাকালের পানিতে ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে।
স্থানীয়রা জানায়, ঠিকাদার প্রতিষ্ঠান জিএসপি পেপার ও বালু দিয়ে কাজ করার কথা থাকলেও তারা তা ব্যবহার করেন নি। যার ফলে রাস্তাটি যে কোন সময় ভেঙে পড়তে পারে। অধিক লাভের আশায় এধরণের নিম্নমানের সড়ক নির্মাণ করে ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করছে।
স্থানীয় ইউপি সদস্য শামসুল জানান, ঠিকাদার তার মনগড়া কাজ করে যাচ্ছেন । শিডিউল মানছেন না। নড়বড়ে দেয়াল উঠিয়ে ঢাল রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু যে কোন মূহুর্তে এটা ভেঙে পড়তে পারে। এটা ভেঙে পড়লে এ রাস্তা স্থানীয়দের কোন কাজে আসবে না।
তবে ভোলাহাট উপজেলা প্রকৌশলী জানান, প্রথমদিকে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়মমাফিক কাজ না করলে বিষয়টি তাদের নজরে আসে। কিন্তু এখন তারা নিয়মমাফিক কাজ করছেন।
অভিযোগ রয়েছে উপজেলা প্রকৌশলী ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়ে তাদের কাজ দিয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান বলেন, এলজিইডি ঠিকাদার নিয়োগ করে কাজ করাচ্ছে। কিন্তু তাদের উচিত ছিল স্থানীয় জনগণ বা জনপ্রতিনিধিদের কাছে রাস্তার ভাঙন ঠেকানোর বিষয়ে খোঁজ খবর নেয়া। তারা যেভাবে দেয়াল তুলেছে সেটি বেশিদিন টিকবে না।
Array