বার্তা কক্ষ
19th Dec 2022 10:14 pm | অনলাইন সংস্করণ
বাংলামোটর মোড়ে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন পাশের একটি গোডাউনে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে।
সোমবার (১৯ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৪টি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা আজ রাত ৯টা ২০ মিনিটে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়েছি। খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে আগুন নিয়ন্ত্রণে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ জানতে পারেনি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি।
Array