ajkalerbarta
18th Dec 2022 10:01 pm | অনলাইন সংস্করণ
আর্জেন্টিনা দলের লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়ে রংপুরে ব্রাজিলের এক সমর্থক দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনায় যোগদান করেছেন।
রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নগরীর লালবাগ এলাকায় নিজ বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে। ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগ দেয়া ওই ব্যক্তির নাম আতু মিয়া (৫৫)। তিনি লালবাগ রেলগেট এলাকার বাসিন্দা।
আর্জেন্টিনায় যোগ দেয়া আতু মিয়া বলেন, দীর্ঘদিন ধরে ব্রাজিলের খেলোয়াড় নেইমারের অভিনয়ে বিরক্ত হয়ে দলটির প্রতি আস্থা হারিয়ে ফেলেন। পাশাপাশি আর্জেন্টিনা দলের বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখে তিনি মুগ্ধ হন। সেই অনুভূতি থেকে ব্রাজিল সমর্থক থেকে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক দলে যোগ দেন।
Array