খাগড়াছড়িতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভায়ন খীসার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী ত্রিপুরা।
গতকাল বুধবার খাগড়াছড়ি সদর থানায় এ মামলা দায়ের করেন ভিকটিম মহালছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী ত্রিপুরা। মামলার অভিযোগপত্রে উল্লেখ্য করেন, উপজেলা সকহারী শিক্ষা অফিসার কিল-ঘুষি মেরে তাকে শারীরিকভাবে নির্যাতন ও প্রাণ নাশের হুমকি দেন। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েছি। ঘটনা তদন্তে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি।
অভিযোগ আছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী ত্রিপুরাকে ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন চাকমা। গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে। গত বছরের সেপ্টেম্বরে সুভায়ন খীসা শিক্ষিকা মৌসুমিকে বিয়ে করলেও তাকে সামাজিক স্বীকৃতি দেননি বলে জানা যায়।
Array