আশিকুর রহমান, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নে চোর অপবাদ দিয়ে ফাহিম (১২) নামের এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজান (২৩) ও তার ভগনীপতি মহিউদ্দিনের বিরুদ্ধে। নির্যাতিত ফাহিম সিড্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আনিছ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর শুক্রবার রাত ১০ টায় মধ্য সিড্যা প্রাথমিক বিদ্যালয়ে খেলা দেখছিলেন ফাহিম। তখন অভিযুক্ত মিজান ও তার ভগনীপতি তাকে ডেকে নিয়ে খুটির সাথে বেধে এলোপাতাড়ি পিটাতে থাকে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ফাহিম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর পাঠিয়ে দেওয়া হয়।
আহত ফাহিম জানান, আমি খেলা দেখছিলাম। সে আমাকে ডেকে নিয়ে মারা শুরু করে। তারপর আমার তেমন কিছু মনে নেই।
এ বিষয় ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল আলম বলেন, এ ঘটনায় ফাহিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আমরা একজনকে আটক করি।পরে দু’পক্ষের মীমাংসার ভিত্তিতে সেসময় আসামিকে ছেড়ে দেওয়া হয়।
Array

