মোঃ ওমর ফারুক, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদে বিজয়ের মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
রবিবার (১১ ই ডিসেম্বর) সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লুর সভাপতিত্বে তিন দিন ব্যাপী উক্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য “নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন; জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সর্বদা কাজ করে যাচ্ছে সিড্যা ইউনিয়ন পরিষদ। তারই ধারাবাহিকতায় উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনের সার্বিক তত্ত্বাবধান করেন সিড্যা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা
এ বিষয় সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু বলেন, বর্তমানে সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম অনেক সহজ করেছেন। পূর্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ পেতে একজন ব্যাক্তিকে মাসের পর মাস অপেক্ষা করতে হতো। কিন্তু বর্তমানে তা দু’একদিনের মধ্যেই সহজে পেয়ে যাচ্ছে।
Array