জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে সাউনিয়া চার রাস্তা মোড়ে আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলীর সন্ঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান দুলাল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বপন তালুকদার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদ হোসেন,বাদশা,নাহিদ,মহসিন প্রমূখ।
বক্তারা ১৫ আগষ্ট এ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন বঙ্গবন্ধু জম্ম না হলে বাংলাদেশ জম্ম হতো না। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।মোনাজাত শেষে সবার শেষে তবারক বিতরন করা হয়।
Array