ajkalerbarta
12th Aug 2022 1:38 pm | অনলাইন সংস্করণ
বলিউডের নন্দিত অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা গত মাসেই ঢাকায় এসেছিলেন। এবার প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। ডিসেম্বরের মাঝামাঝি সময়ের দিকে এক কনভেনশন হলে পুরস্কার বিতরণী আয়োজনে নাচ পরিবেশন করবেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোরা ফাতেহির সঙ্গে আমাদের চুক্তি চূড়ান্ত হয়েছে। উনি ডিসেম্বরে আসবেন বাংলাদেশে। ঢাকায় নোরা ফাতেহির নাচের পারফরম্যান্স হবে। এছাড়া ফ্যাশন শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও গানের আয়োজন থাকছে।
উল্লেখ্য, আইটেম গানের পাশাপাশি বলিউডের বেশ কিছু সিনেমায় নজর কেড়েছেন নোরা। এর মধ্যে রয়েছে বাহুবলী: দ্য বিগিনিং, কিক টু শের, লোফার, সত্যমেভ ,জয়তে ,স্ত্রী, ভারত ,বাটলা হাউস। এর বাইরে দক্ষিণী সিনেমাতেও সরব উপস্থিতি তার।
Array