জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন নতুন ছয়টি হলের প্রভোস্ট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য।
জানা যায়, নবনিযুক্ত প্রভোস্ট হিসেবে – ১৭ নং হলে মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা, ১৮ নং হলে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ছায়েদুর রহমান, ১৯ নং হলে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফী মোহাম্মদ তারেক, ২০ নং হলে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবির, ২১ নং হলে পাবলিক হেলথ এন্ড ইনফমেটিকস্ বিভাগের সহযোগী অধ্যাপক মো. তাজউদ্দিন শিকদার এবং ২২ নং হলে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হেল কাফী দায়িত্ব পেয়েছেন।
তবে প্রভোস্ট নিয়োগের সিদ্ধান্ত হলেও এখনো নতুন হলগুলোর নামকরণের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি বলে জানান সিন্ডিকেট সদস্যরা।
Array