বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বুধবার পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরের দিকে সিসি ক্যামেরা বসাতে দেখা গেছে।
পুলিশ বলছে, বুধবার পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে এসব সিসি ক্যামেরা বসানো হচ্ছে।
ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয়, তার সবই করবে পুলিশ।
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের কর্মসূচি আছে। এই গণসমাবেশ কোথায় হবে, তা নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যেই গতকাল বিকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় একজন প্রাণ হারান।
কার্যালয়ে হানা দিয়ে বিএনপির মধ্যসারির বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।