জাতীয় ও আমন্ত্রণমূলক মাস্টার্স অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০২২ সালে পৃথক ক্যাটাগরিতে দুটি স্বর্ণপদক জিতেছেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. সোহেল খান।
গত শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত দুইদিনব্যাপী এই প্রতিযোগিতার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশ নেন তিনি। প্রতিযোগিতায় ১০০ মিটার হার্ডেলস প্রথম স্থান (স্বর্ণপদক), উচ্চ লাফে প্রথমস্থান (স্বর্ণপদক) লাভ করেন সোহেল খান। এছাড়াও ১০০ ও ২০০ মিটারের পৃথক স্প্রিন্টে দ্বিতীয় স্থান (রৌপ্যপদক) লাভ করেন।
আমন্ত্রণমূলক মাস্টার্স অ্যাথলেটিক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় পল্টন মাঠে। বাংলাদেশ ও ভারতের কলকাতার প্রায় দেড় শতাধিক সাবেক অ্যাথলেটের অংশগ্রহণে শুরু হয় মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ।
দুই বাংলার সাবেক অ্যাথলেটদের মিলনমেলায় পরিণত হয় এই টুর্নামেন্ট। শুক্রবার ছুটির সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন, এমপি।
সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক ফেডারেশন।
উল্লেখ্য, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. সোহেল খানের জন্ম টাঙ্গাইলে। তিনি দীর্ঘ ৩১ বছর সেনাবাহিনীতে কাজ করেছেন। চাকরিরত অবস্থায় তিনি সেনাবাহিনী, আন্ত:বাহিনী ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন। অবসরে যাওয়ার পর ২০২০ সালের নভেম্বর থেকে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এক্সিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
Array