সাতক্ষীরার শ্যামনগরে লায়লী খাতুন (৪১) নামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এন.আই এ্যাক্টের ১৩৮ ধারায় মামলা দায়ের হয়েছে।লায়লী খাতুন ২৬ নং যতীন্দ্রনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে জানা যায়, লায়লী খাতুন গত ২০১৬ ইং সনে শ্যামনগরের হায়বাতপুরে একটি জমিসহ দোতলা বাড়ী ক্রয় করার কথা বলে ফিরোজ আহমেদ নামে একজনের কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার হিসাবে নেন। ধারের অর্থ তিনি ১ বছরের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও গত ৭ বছরেও অর্থ পরিশোধ না করে তিনি অর্থ আত্নসাতের চেষ্টা চালান।অর্থ আত্নসাতের ঘটনায় তার বিরুদ্ধে গত ১২/০৭/২০২২ ইং তারিখে এন.আই এ্যাক্টের মামলা দায়ের হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, তার বিরুদ্ধে এলাকায় রয়েছে লক্ষ লক্ষ টাকা প্রতারণা ও অর্থ আত্নসাতের অভিযোগ। প্রতারণা ও অর্থ আত্নসাতের কারণে মামলা ছাড়াও চেক জালিয়াতির কারণে তার বিরুদ্ধে শেখ মোশাররফ ১২ লক্ষ টাকা এবং খাজা মাষ্টার ২২ লক্ষ ধারের টাকা আদায়ের লক্ষ্যে পৃথক ২টি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
এছাড়াও তিনি সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক বিমল কুমার মন্ডল এর কাছ থেকে ৬ লক্ষ ৫০ হাজার টাকা, ইসমত আরা খাতুন, যতীন্দ্রনগর এর কাছ থেকে ৮ লক্ষ টাকা, প্রভাষ মন্ডল, মিরগাং এর কাছ থেকে ৩ লক্ষ টাকা, মাসুদ হোসেন, মুন্সিগঞ্জ এর কাছ থেকে ৩ লক্ষ টাকা প্রতারণা করে আত্নসাৎ করেছেনে বলে অভিযোগ পাওয়া যায়। যাদের কাছ থেকে তিনি অর্থ গ্রহণ করেছেন তাদের প্রত্যেকের কাছেই তার ব্যক্তিগত একাউন্ট সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের চেক ও লিখিত ষ্ট্যাম্প প্রমান হিসাবে রয়েছে।
প্রতারণা করে অর্থ আত্নসাতের ঘটনায় লায়লী খাতুনের বিরুদ্ধে প্রতিকার ও টাকা ফেরত পাওয়ার বিচার চেয়ে জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবরেও লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
Array