ঝালকাঠি প্রতিনিধি:
ভোলা জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিমএবং ভোলা জেলা ছাএদলের সভাপতি নূর আলম নিহত হওয়ার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা কৃষক দল।
বুধবার সকাল ১০ টায় ঝালকাঠি ব্রাক মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন। একসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল ও ঝালকাঠি, নলছিটি, রাজাপুর, কাঠালিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কৃষক দলের নেতৃবৃন্দ এ নির্মম হত্যা কান্ডের তীব্র নিন্দা ও অবিলম্বে বিচারের দাবী এবং রাতারাতি জ্বালানি তেলের আকাশচুম্বী মূল্যের প্রতিবাদ জানান। শান্তি পূর্ণ বিক্ষোভ সমাবেশ শেষে সভাপতি মোঃ তকদীর হোসেন সকলকে শুভেচ্ছা বিনিময় করে সংগঠনের গঠনতন্ত্র সকল আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
Array