গা ছাড়া ভাব দেখালে অবস্থা কেমন হতে পারে সেটি বাস্তবেই দেখেছে ফ্রান্স। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ডেনমার্কের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স করলেও তিউনিসিয়ার কাছে অঘটনের শিকার হয়েছে শুধু রিজার্ভ বেঞ্চে আস্থা রেখে।
রবিবার (০৪ ডিসেম্বর) শেষ ষোলোয় ভীষণ সতর্ক ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রাত ৯টায় তাদের প্রতিপক্ষ পোল্যান্ড।
অবশ্য তিউনিসিয়ার কাছে পরাজয় দেখলেও নকআউটের আগে মূল বেঞ্চের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া গেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে এই ফুরফুরে খেলোয়াড়রাই শক্তি বলে বিবেচিত হতে পারে ফরাসিদের। তবে শেষ ম্যাচের অভিজ্ঞতা থেকে ফরাসিদের ফরোয়ার্ড কিংসলে কোম্যান জানালেন তারা ভীষণ সতর্ক, ‘বিশ্বকাপ বলে কথা। যে কোনও কিছু হতে পারে। ফেভারিট হলেই সব কিছু হয়ে যায় না।’
অনেক সময় আঁটোসাটো রক্ষণের সামনে ভীষণ ভুগতে দেখা গেছে ফ্রান্সকে। প্রতিপক্ষ পোল্যান্ডও ঠিক তেমন। আর্জেন্টিনার বিপক্ষেও ছিল তার নমুনা। তবে দিদিয়ের দেশমের কাছে সেই রক্ষণ ভাঙার অস্ত্র মজুদ আছে।
পোলিশ কোচ চেসলো মিচনিউইচ আবার অতি মাত্রার রক্ষণাত্মক খেলার পক্ষে যুক্তি দেখিয়েছেন। তার কথা এই ডিফেন্সিভ হওয়ার কারণেই পোল্যান্ড এখন শেষ ষোলোয়, আমরা গ্রুপ পর্ব পার হওয়ার স্বপ্ন দেখছিলাম। যেকারণে আমাদের পক্ষে যা কিছু সম্ভব ছিল করেছি। এখন অবশ্য পরিকল্পনায় বদল আনা হবে।
এই ম্যাচে আবার রেকর্ডও হাতছানি দিচ্ছে কিলিয়ান এমবোপ্পেকে। ফরাসি তারকা ২৩ বছর বয়সেই থিয়েরি অঁরির সাত গোলের রেকর্ড ছুঁয়েছেন। তরুণ তারকা আরেকটি গোল করলে অঁরিকে পেছনে ফেলবেন। তখন আবার মেসি-রোনালদোদেরও স্পর্শ করবেন তিনি।
Array