নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলা খাদ্য গুদামে সিন্ডিকেট করে বস্তা প্রতি চাল খালাসে অতিরিক্ত অর্থ দাবি করছে শ্রমিক নেতারা। ফলে সরকারিভাবে আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) থেকে সরকারিভাবে আমন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন হয়। বুধবার (৩০ নভেম্বর) নূহা অটো রাইস মিল লি. চুক্তি অনুযায়ী সকাল ১০ টায় চাল ভর্তি ট্রাক নিয়ে যায় খাদ্য গুদামে।
কিন্তু চালের ট্রাকের ওজন সম্পূর্ণ হওয়ার পর শ্রমিক নেতা ৩০ কেজি ওজনের চালের বস্তা খালাসের জন্য বস্তা প্রতি ১০ টাকা চাঁদা দাবি করে, যেখানে পাশ্ববর্তী দিনাজপুর জেলায় ৩০ কেজির বস্তা প্রতি ৩ টাকা আর ৫০ কেজির বস্তা প্রতি ৬ টাকা খালাসের জন্য নেওয়া হয়। প্রতিটি ৩০ কেজি বস্তা প্রতি ১০ টাকা চাঁদা না পাওয়ায় মিল মালিকদের চাল ভর্তি ট্রাক সারা রাত খোলা আকাশের নিচে ফেলে রাখে শ্রমিকরা।
জেলা চাল কল মিল মালিক সমিতির সহ-সভাপতি ও নূহা অটো রাইস মিল লি. এর স্বত্বাধিকারী সৈয়দ রকিব হাসান মিশুক অভিযোগ করে বলেন, শ্রমিক নেতার অনৈতিক দাবি পূরণ না করায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আমার চালের ট্রাক খাদ্য গুদামের খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। বর্তমান বাজার মূল্যের চেয়ে সরকার নির্ধারিত মূল্য দুই টাকা কম হওয়ায় সরকারি খাদ্য গুদামে চাল দিতে এমনিতেই লোকসান গুনতে হচ্ছে। তার ওপর লেবারদের অতিরিক্ত চাঁদা দাবি মিল মালিকদের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।
নাম প্রকাশ না করা শর্তে আরেক মিল মালিক বলেন, ৩০ কেজির ছোট বস্তা খালাস করতে শ্রমিক নেতা দাবি করছে ১০ টাকা, অথচ সরকারিভাবে তারা বস্তা লোড-আনলোডের টাকা পায়। এমনিতেই ২ টাকা লোকসান গুনে চাল দিতে হচ্ছে। আবার তাদের অনৈতিক দাবির ফলে চাল সংগ্রহ অভিযান লক্ষ্য পূরণ না হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ওই শ্রমিক নেতার সঙ্গে কথা বলতে চাইলে কথা বলতে অস্বীকৃতি জানাযন তিনি। জানতে চাইলে সদর উপজেলা খাদ্য পরিদর্শক তফিউজ্জামান জুয়েল বলেন, মিলারদের কাছে শ্রমিক নেতাদের অতিরিক্ত অর্থ দাবির কারণে এই অবস্থার সৃষ্টি এবং টিসিবির মাল লোড করার কারণেও দেরি হয় তবে লেবাররা গড়িমসি করেছে। মিলারদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে লেবারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে নূহা অটো রাইস মিল লি. এর স্বত্বাধিকারী সৈয়দ রকিব হাসান মিশুক। পরে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন জানান, শ্রমিকদের এই বিষয়টি নিয়ে জেলা ফুড কন্ট্রোলারের সঙ্গে কথা হয়েছে, আজকের মধ্যে চাল ঢুকবে বলে আশা করছি।
Array