বার্তা কক্ষ
30th Nov 2022 10:11 am | অনলাইন সংস্করণ
কাতার বিশ্বকাপের ‘এ’ গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ও সেনেগাল। প্রথম রাউন্ডে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে স্বাগতিক কাতার ও ইকুয়েডরের।
এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল কাতার। শেষ ষোলোতে যাওয়ার সুযোগ ছিল ইকুয়েডর-সেনেগাল ও হল্যান্ড— এই তিন দলের সামনে। বাংলাদেশ সময় রাত ৯টায় দুটি ভিন্ন ভেন্যুতে চার দল খেলতে নামে।
আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরকে ২-১ হারিয়েছে সেনেগাল। ম্যাচে জয় ছাড়া উপায় ছিল না আফ্রিকার দেশটির। সেনেগালের হয়ে গোল দুটি করেছেন ইসমাইলা সার ও কালিদু কুলিবালি। ইকুয়েডরের একমাত্র গোলটি করেছেন মইসেস কাইসেডো।
আরেক ম্যাচে আল খোরের আল বায়াত স্টেডিয়ামে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। গোল দুটি করেছেন কডি গাকপো ও ফ্রেঙ্কি ডি ইয়ং।
Array