- নিজস্ব প্রতিবেদক/
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নে অবস্থিত সিড্যা উচ্চ বিদ্যালয়। পূর্বে বিদ্যালয়টিতে পাঠাগার থাকলেও বই সংখ্যা নেই বললেই চলে। পাঠাগারকে সমৃদ্ধ করার লক্ষ্যে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাংবাদিক মোঃ ওমর ফারুক (এফ.জে ওমর) নিজ উদ্যোগে উপহার স্বরূপ ১০ টি বই প্রদান করেন।
বৃহস্পতিবার (২৪ শে নভেম্বর) দুপুর ১২ টার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও সহকারী শিক্ষক আবুল কাশেমের হাতে উক্ত বই তুলে দেন সাংবাদিক এফ.জে ওমর।
এ সময় সাংবাদিক এফ.জে ওমর বলেন, আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বহু দিন হয়েছে বিদ্যালয়ের গন্ডি পাড় করেছি। কিন্তু বিদ্যালয়ের প্রতি ভালোবাসা একটু কমেনি। তাই সবসময় বিদ্যালয়ের সংস্পর্শে থাকার চেষ্টা করি। ঢাকা থেকে দেশে আসলেই বিদ্যালয়ে ছুটে যাই। বিদ্যালয়ের পাঠাগার নতুন ভাবে সাজাতে কাজ করছেন শিক্ষকরা। তাই পাঠাগারকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে বই প্রদান করলাম।
এ বিষয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম বলেন, আমরা নতুন করে আমাদের বিদ্যালয়ের পাঠাগার সাজাচ্ছি। এতে আমাদের প্রাক্তন ছাত্র এফ.জে ওমর সার্বিকভাবে সাহায্য-সহযোগীতা করেছেন। আমরা আশা করি সকলেই এ বিষয় এগিয়ে আসবে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, আমরা তার উপহার পেয়ে সত্যি আনন্দিত। তার মতো প্রাক্তন ছাত্ররা এগিয়ে আসলে বিদ্যালয়ের পাঠাগার আরো সমৃদ্ধ হবে।
Array