- মোঃ আতাউর রহমান,নাটোর প্রতিনিধি/
নাটোরের লালপুর উপজেলার করিমপুর ক্লাস্টারের উদ্যোগে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত পিঠা উৎসব পালিত হয়েছে। বুধবার ( ২৩শে নভেম্বর) গোপালপুর সরকারি প্রাইমারী স্কুল মাঠে পিঠা উৎসবের আয়োজন করা হয়।
পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন লালপুর উপজেলা চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসাহাক আলী।
উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ আলেয়া ফেরদৌসী সভাপতিত্বে পিঠা উৎসবে আরো উপস্থিত ছিলেন শামীমা সুলতানা উপজেলা নির্বাহী অফিসার লালপুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ সাগর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাবনী সুলতানা করিমপুর ক্লাস্টারে সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।
উপজেলা চেয়ারম্যান ইসাহাক বলেন, গ্রামীণ ঐতিহ্য পিঠা উৎসবের মাধ্যমে আমরা আগেকার বিভিন্ন পিঠার দেখা পেলাম এবং খেলাম। মনে হলো যেন আগেকার দিনে ফিরে গেলাম। শিক্ষককের এত সুন্দর পিঠা উৎসবের আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাই।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন বর্তমানে গ্রামীণ পিঠা উৎসব আর বেশি দেখা যায় না, কিন্ত লালপুরের শিক্ষকবৃন্দ এত সুন্দর পিঠা উৎসবের আয়োজন করেছে যা থেকে আমরা হারিয়ে যাওয়া অনেক পিঠা দেখলাম এবং পিঠার সুন্দর সুন্দর নামও দিয়েছে তারা।পুলি পিঠা,হ্দয়ে রক্তখরন,লাভ পিঠাসহ আরো অনেক ধরনের। পিঠা উৎসব আয়োজন করায় সকলকে ধন্যবাদ জানাই।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ সাগর। পিঠা উৎসবে বিভিন্ন স্টল বসেছে যা থেকে অনেক ধরনের পিঠা মানুষ কিনছে এবং ঘুরে ঘুরে পিঠাগুলো দেখে যাচ্ছে।
Array