ফুটবল বিশ্বকাপে ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে সৌদি আরব। অথচ এ নিয়ে কোনো মাতামাতি নেই সৌদি গণমাধ্যমে। খেলা শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে একাধিক সৌদি সংবাদমাধ্যমের ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, কোথাও শীর্ষ সংবাদ হিসেবে জায়গা পায়নি আর্জেন্টিনাকে হারানোর খবর।
সৌদি আরবের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর মধ্যে আরব নিউজ, সৌদি গ্যাজেট, উমম আল-কুরা, ওকাজ, আল-ওয়াতানের নাম উল্লেখযোগ্য। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারও ওয়েবসাইটেই গুরুত্ব সহকারে আর্জেন্টিনা-সৌদি খেলার খবর প্রকাশিত হয়নি।
মঙ্গলবার (২২ নভেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের মুখোমুখি হয়েছিল এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার আর্জেন্টিনা। এদিন নিজেদের প্রথম ম্যাচেই ২-১ গোলে হেরে গেছে লিওনেল মেসির দল।
প্রথমার্ধে মোট চার গোল করেছিল আর্জেন্টিনা; কিন্তু অফসাইডের কারণে তিনটিই বাতিল হয়ে যায়। পেনাল্টি থেকে করা মেসির গোলটি ছাড়া আর কোনোটিই বৈধ হয়নি। ফলে প্রথমার্ধে সৌদি আরবের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ডিফেন্সের মারাত্মক ভুলে গোল হজম করে বসে লিওনেল মেসির দল। ৪৮তম মিনিটে বাঁ-পায়ের দুর্দান্ত এক শটে লা আলবিসেলেস্তেদের জালে বল জড়ান সৌদি আরবের সালেহ আল সেহরি।
৫৪তম মিনিটে আবারও গোল। এবার সৌদি আরবের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় সালেম আল দাওসারি রদ্রিগো ডি পল এবং নিকোলাস ওতামেন্দিকে কাটিয়ে ডান পায়ের দুর্দান্ত এক শটে বল জড়ান আর্জেন্টিনার জালে।
এদিন প্রথমার্ধে স্বরূপেই দেখা গিয়েছিল আর্জেন্টিনাকে, কিন্তু দ্বিতীয়ার্ধে মেসিদের দেখা গেছে সৌদি আরবের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত। ৪৮-৫৩ মাত্র এই পাঁচ মিনিটের দুটি আক্রমণেই তছনছ হয়ে যায় আর্জেন্টাইনদের ডিফেন্স। আর তা থেকেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অঘটনের দুটি গোল হজম করে লা আলবিসেলেস্তারা।
তবে আরব দেশের ঐতিহাসিক এই ঘটনা নিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোতে তেমন কোনো মাতামাতি চোখে পড়েনি। যদিও বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আরব নিউজ, সৌদি গ্যাজেট, ওকাজের শীর্ষ সংবাদে আর্জেন্টিনাকে হারানোর খবর জায়গা পেয়েছে। তবে উমম আল-কুরা এবং আল-ওয়াতানের হোমপেজে যথারীতি ফুটবল নিয়ে বড় কোনো খবর নেই।
অবশ্য মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলোর মধ্যে গালফ নিউজ, খালিজ টাইমস গুরুত্ব দিয়ে বিশ্বকাপের খবর প্রচার করছে। আর আয়োজক দেশ কাতারের আল-জাজিরা, দ্য পেনিনসুলার মতো সংবাদমাধ্যমগুলোতে শুরু থেকেই বেশি গুরুত্ব পাচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ ও এ সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানাদির খবর।
Array
 
  
  
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
