ajkalerbarta
21st Nov 2022 3:18 pm | অনলাইন সংস্করণ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কুমিল্লায় লিফলেট বিতরণকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত হওয়ায় নতুন কোনো কর্মসূচি ঘোষণা হতে পারে। তাছাড়া রবিবার ঢাকার আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বিএনপির দলীয় বক্তব্য প্রকাশ করা হতে পারে। এছাড়া সমসাময়িক ইস্যু নিয়েও বক্তব্য দেওয়া হবে।
Array