বার্তা কক্ষ
21st Nov 2022 8:08 am | অনলাইন সংস্করণ
- জেলা প্রতিনিধি, টাঙ্গাইল/
টাঙ্গাইলের ঘাটাইলে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, রাতে বিনিময় পরিবহনের একটি বাস থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ঘাটাইল বাসস্ট্যান্ডে ফেলে দিয়ে গেছে এমন খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত মরদেহের নামপরিবচয় জানা যায়নি।
তিনি আরও জানান, মরদেহটি শনাক্তের পাশাপাশি বিনিময় পরিবহনের বাসটি আটক করতে পুলিশ কাজ করছে।
Array