এমন দৃশ্য দেখে নানা ভাবনা মনে উঁকি দেবে। কারও মনে হবে, মানুষকে আনন্দ দিতেই হয়ত এমন কাণ্ড। অথবা ভাবতে পারেন, গিনেস বুকে নাম লেখাতেই বুঝি স্টান্ট দেখাচ্ছে। কিন্তু এমন কিছু নয়। এই দৃশ্য ভারতের একটি পরিবারের। এক বাইকে তাদের সাত জনকে দেখা গেছে। শুধু তাই নয়, সঙ্গে ছিল দুটি পোষা প্রাণী ও সংসারের নানা টুকিটাকি জিনিসপত্র।
পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে চেপে এমন অভূতপূর্ব যাত্রার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গেছে। এ ঘটনায় অনেকে যেমন মোটরসাইকেল চালকের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, তেমনি কেউ কেউ এর জন্য দোষী করেছেন প্রশাসনকে।
শুক্রবার (১৮ নভেম্বর) থেকে ভিডিওটি টুইটারে ভাইরাল। ‘জিন্দেগি গুলজার হ্যায়’ নামের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয় ১৫ সেকেন্ডের ভিডিওটি। যেখানে দেখা গেছে, একটি ছুটন্ত মোটরসাইকেল। তাতে পুরো সংসার নিয়ে চলেছেন এক ব্যক্তি। তাতে মোট আরোহীর সংখ্যা সাত জন। কারও মাথাতেই হেলমেট ছিল না। এছাড়াও রয়েছে দুটি কুকুর। শিশুগুলোকে বিপজ্জনকভাবে বাইকের পেছনে ও কাঁধে চাপানো হয়েছে। কলসি-হাঁড়ির মতো সংসারের টুকিটাকি জিনিসপত্র রয়েছে বাইকে। সেসব অদ্ভুত কায়দায় তুলে চাপানো হয়েছে বাইকটিতে।
ভিডিও দেখে বোঝা যাচ্ছে, পরিবারটি দূরে কোথাও যাচ্ছে। কিন্তু এভাবে চললে তো ট্রাফিক আইনে পুলিশ ধরবে মাঝপথে। তখন কি হবে পরিবারটির? সে কথা ভেবে যে টুইটার ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করেন, তিনি ক্যাপশনে লিখেছেন, পরিবারটিকে যদি পুলিশে ধরে তবে জরিমানা দিতে ঋণ নিতে হবে তাদের। এদিকে এমন কাণ্ডে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।
অনেকেই যেমন বিপজ্জনক বাইকযাত্রার জন্য পরিবারটিকে দুষছেন। বলছেন, জীবন নিয়ে খেলছে পরিবারটি। পাশাপাশি প্রশাসনকে দোষ দিয়েছেন অনেকে। অনেকে মোটরসাইকেল চালককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে এক বাইক সংসার দেখে আঁতকে ওঠার পাশাপাশি মানুষ অবাক হয়েছে এত জিনিস চাপানোর কায়দা দেখে। এমনটা ভারতেই সম্ভব, বলছেন নেটিজেনদের কেউ কেউ।
Array