- নিজস্ব প্রতিবেদক/
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা
শনিবার (১৯ শে নভেম্বর) দুপুরে বুয়েটের শহীদ মিনারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় তারা হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানান।
লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা জানান, গত ৪ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নুর পরশ নিখোঁজ হয়, পরবর্তীতে ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদীতে তার মরদেহ উদ্ধার করা হয়। তার এই মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকস্তব্ধ এবং ক্ষুব্ধ।
ইতোমধ্যে ফারদিনের মরদেহ উদ্ধারের প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হয়েছে। প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে জানা যায় এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারী চিহ্নিত হয়নি এবং হত্যার কারণ এখনো পরিপূর্ণরূপে উদঘাটিত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের উপর আমরা আস্থাশীল। আমরা বিশ্বাস করি, তাঁরা সর্বোচ্চ গুরুত্বসহকারে ফারদিন হত্যার তদন্ত চালিয়ে যাবেন এবং দ্রুততম সময়ে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবেন।
ফারদিন আমাদের সহপাঠী, আমাদের ভাই। তার অকালপ্রয়াণ আমাদের করেছে ব্যথিত, তার পরিবারের অসহায়ত্ব করেছে আমাদের ক্ষুব্ধ। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুততম সময়ে গ্রেফতার করা এবং তাদেরকে বিচারের আওতায় আনার জন্যে আমরা পুনরায় দাবী জানাচ্ছি।
এক ই সাথে এহেন নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় আমরা ক্ষোভ প্রকাশ করছি এবং নিন্দা জ্ঞাপন করছি।
হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত হত্যাকারীদের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা, বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ফারদিনের পরিবারের পাশে আছি এবং থাকবো। আমরা আশা করি ভবিষ্যতে ফারদিনের মত আর কোন মেধাবী প্রাণ অকালে ঝরে পড়বে না।
Array