বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খান। তিনি অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে। তবে সিনেমা জগতে পা রাখার অনেক আগে থেকেই ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে আলোচনায় ছিলেন তিনি।
এরপর থেকেই একাধিকবার প্রেমের গুঞ্জন শোনা গেছে তার। এর আগে সুশান্ত সিং রাজপুত এবং কার্তিক আরিয়ানের সঙ্গে সারার প্রেমের গুঞ্জন শোনা যায়। সম্প্রতি আবারও প্রেমের গুঞ্জন উঠেছে সারার বিরুদ্ধে।ভারতের জাতীয় দলের ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী সারা আলী খান।
মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় বেশ কয়েক দিন আগে একসঙ্গে তাদেরকে ডিনার করতে দেখা গেছে। পরে ফ্রেমবন্দি হন এই প্রেমিকযুগল। আর সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ বিষয়ে নানা কানাঘুষা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই।
কিন্তু, নীরবতা ভেঙে অবশেষে মুখ খুলেছেন শুভমান।
পাঞ্জাবি একটি চ্যাট শোয়ে উপস্থিত হয়েছিলেন শুভমান গিল। ওই অনুষ্ঠানের সঞ্চালক সোনম বাজওয়া তার দিকে প্রশ্ন ছুড়ে দেন। তিনি শুভমানের কাছে জানতে চান, আপনি কী প্রেম করছেন অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে?
জবাবে শুভমান বলেন, ‘সম্ভবত।’ কিন্তু তার এমন উত্তরে দ্বিধা তৈরি হওয়াতে আবারও জানতে চান, সত্যিটা আসলে কী? শুভমান উত্তরে জানান, যেটা সত্য আমি সেটাই বলেছি।
উল্লেখ্য, সারা সর্বশেষ অভিনয় করেছিলেন ‘আতরাঙ্গি রে’ সিনেমাতে। লক্ষ্মণ উতেকারের নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ শেষ করেছেন সারা। এতে সারার বিপরীতে রয়েছেন ভিকি কৌশল।
Array