ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, নির্বাচন যতো ঘনিয়ে আসছে ক্ষমতাসীন দল ততো সন্ত্রস্ত হচ্ছে। তারা দেশে অপকৌশলে বিভিন্ন উসকানি দিয়ে ধর্মীয় আদর্শবাহী দলগুলোকে নিয়ে ষড়যন্ত্রে নেমেছে। কিন্তু এদেশের মানুষ জানে, এসব নাটক কারা রচনা করে। আওয়ামী লীগ মূলত ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গেছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে ইসলামী যুব আন্দোলনের ৯ম কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি সংগঠনের নামের সাথে বাংলাদেশ যুক্ত করে “ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ” ঘোষণা করেন।
ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, সরকারের অনিয়ন্ত্রিত দুর্নীতি-ই এর জন্য দায়ী। দেশ এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে, সরকারের আমলারা অনিয়ন্ত্রিত কথাবার্তা বলছেন। এগুলো প্রমাণ করে এই সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার কায়েম করবে ইনশাআল্লাহ।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ কেন্দ্রীয় নেতা মাওলানা গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম, আশরাফুল আলম, মাওলানা ফজলে বারী মাসউদ, কে এম আতিকুর রহমান, শরিফুল ইসলাম তালুকদার।
Array