আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশে যোগ দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। নেতাদের সঙ্গে দলে দলে মূল সমাবেশস্থলে প্রবেশ করছেন তারা। আবার উপস্থিতি নিশ্চিত করেই অনেকে চলে যাচ্ছেন।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মূল সমাবেশ শুরু হবে। তার আগে সকাল থেকেই নেতাকর্মীরা উদ্যানে প্রবেশ করেন। দুপুর পর্যন্ত উদ্যানের পাঁচটি গেট দিয়ে কয়েক লাখ নেতাকর্মী প্রবেশ করেছেন। তবে মূল সমাবেশ শুরু হওয়ার আগেই চলে যেতে দেখা গেছে নেতাকর্মীদের।
জুমার নামাজের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের কালিমন্দির গেটের পাশ থেকে শুরু করে চার নেতার মাজার পর্যন্ত জায়গায় উদ্যানের রেলিং টপকে চলে যেতে দেখা গেছে অনেক নেতাকর্মীকে।
তাদের সঙ্গে কথা বলে জানা যায়, উদ্যানে প্রবেশ করার পর বের হওয়া যাচ্ছে না। তাই রেলিং টপকে বের হচ্ছেন তারা।
কেউ কেউ দাবি করেছেন, উদ্যানের ভেতরে খাবার ও পানি পেতে সমস্যা হচ্ছে, তাই তারা বের হয়ে চলে যাচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, সমাবেশের পর গাড়ি পেতে সমস্যা হবে। সেজন্য আগেই চলে যাচ্ছেন।
টপকে উদ্যান থেকে বের হওয়ার বাধাও দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তবে বিপুল সংখ্যক নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না পুলিশের পক্ষে।
যুবলীগ আয়োজিত মূল সমাবেশ শুরু হয়েছে দুপুর আড়াইটায়। জুমার নামাজের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর আওয়ামী লীগের যুবলীগসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সশরীরে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Array