- ফরিদপুর প্রতিনিধি /
ফরিদপুর বিভাগীয় জনসমাবেশের মাঠেই জুমার নামাজ আদায় করেছেন বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি নেতাকর্মীরা। আগামীকাল তোমার স্কুল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ ঘিরে বৃহস্পতিবার থেকেই বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। রাতে তারা এই মাঠেই অবস্থান করেন। সকালে মঞ্চ থেকেই মাঠে নামাজ পড়ার ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে কুমোরপুর স্কুল মসজিদ ও মাঠে নামাজের আয়োজন করা হয়। সেখানে আগে থেকে আসা দলটির নেতাকর্মীরা নামাজে অংশ নেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।
সমাবেশের আগের দিন মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে আজ থেকে ফরিদপুরে দুই দিনের পরিবহন ধর্মঘট ডেকেছে স্থানীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত ৩৮ ঘণ্টা চলবে এ ধর্মঘট।
বিএনপি নেতারা বলছেন, তাদের সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সকল ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে সরকার।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপক্ষে সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। ইতিমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগীয় সমাবেশ শেষ করেছে দলটি।
গত ২২ জুলাই থেকে শুরু হওয়া বিএনপির ইস্যুভিত্তিক এই আন্দোলন বিভাগীয় পর্যায়ের গণসমাবেশের কর্মসূচিতে রূপ নিয়েছে। এরই অংশ হিসেবে ১২ নভেম্বর ফরিদপুরে, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায় এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি। সবশেষ ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।
Array