ajkalerbarta
09th Nov 2022 7:55 pm | অনলাইন সংস্করণ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন, এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গ্রস ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। এর থেকে ৮ বিলিয়ন ডলার বাদ দিলে যা থাকে সেটিই হচ্ছে নেট রিজার্ভের পরিমাণ। অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রীর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
আইএমএফের প্রতিনিধি দল আজ বুধবার (০৯ নভেম্বর) শেষ মিটিং করেছে অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালের সঙ্গে। মিটিং শেষে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনও উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, আইএমএফ বাংলাদেশের রিজার্ভের পরিমাণ গ্রসে নয়, নেটে দেখাতে বলেছে। এতে আমাদের কোনও আপত্তি নাই।
Array