নাটোর প্রতিনিধি/
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার শান্তিপাড়ায় বাড়ির সামনে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী আশিক (২০) এবং তার বান্ধবী আপত্তিকর অবস্থায় মেলামেশা করেন। এরই প্রতিবাদ করায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও তার ছেলেকে মারধর করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার শান্তিপাড়া মহল্লায় এঘটনা। আহত মা ও ছেলে হলেন মৃত গোলাম তৌহিদ ভুট্টুর স্ত্রী ও কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন (৫৫) এবং তার ছেলে ও গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল তৌহিদ তরঙ্গ (২০)।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রধান শিক্ষিকার বাড়ির গলিতে ও আশে পাশে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ছাত্রছাত্রীরা অনৈতিক ভাবে মেলামেশা করে থাকে।
মঙ্গলবার সকালে গোপালপুর পৌরসভার শিবপাড়া মহল্লার বাবুর ছেলে আশিক (২০) তার কলেজ পড়ুয়া বান্ধবির সাথে অনৈতিক ভাবে মেলামেশা করছিল। এসময় ওই স্কুল শিক্ষিকার ছেলে তরঙ্গ প্রেমিক যুগলকে অন্যত্র সরে যেতে বললে, আশিক রাগান্বিত হয়ে আকস্মিক ভাবে ১০ থেকে ১৫ জন বন্ধুদের ডেকে এনে বাড়ির সামনেই তরঙ্গসহ তার স্কুল শিক্ষিকা মাকে বেধড়ক মারধর করে।
এ সময় প্রতিবেশীরা তাদের চিৎকার শুনে এগিয়ে আসলে আশিক তার বন্ধুদের নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে এবং রাশিদুল (৩৭) নামের একজনকে আটক করা হয়েছে।
Array