ajkalerbarta
06th Nov 2022 11:24 pm | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামে কর্ণফুলী কয়েল কারখানা আগুনে ধরে বহু মালামাল পুড়ে গিয়েছে।
আজ রবিবার দুপুর ২টার সময় আনিসুর রহমান বাচ্চুর কর্ণফুলী কয়েলের কারখানা চুলার লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ধারনা করছে, তবে তদন্তের পরে আসল ঘটনা জানা যাবে বলে নিশ্চিত করেছেন।
কারখানায় আগুন ধরার সঙ্গে সঙ্গে খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিস কর্মী বাহিনী ছুটে যায় আগুন নিভাতে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে ফায়ার সার্ভিস কর্মী বাহিনী জানান।
কয়েল কারখানায় আগুন ধরার সময় ভিতরে মাত্র একজন লোক ছিলেন। কারখানার মালিক আনিসুর রহমান বাচ্চু আগুন ধরার সময় বাড়িতে ছিলো না,সে ব্যবসায়ী কাজে ঢাকায় গিয়েছে।
তিনি বাড়িতে আসার পরে কারখানার আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির আসল তথ্য জানা যাবে বলে এলাকার লোক নিশ্চিত করেন।
Array