যাত্রীবাহী একটি বিমান তাঞ্জানিয়ার বাকুবা শহরের বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ভিক্টোরিয়া হ্রদে পড়ে গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটির ৪৯ জন যাত্রীর মধ্যে ২০ জনেরও বেশি জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তবে এই সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।
উদ্ধারকর্মী এবং স্থানীয় জেলেরা দুর্ঘটনাস্থলে জীবিতদের সন্ধান করছে।
ছবিতে বিমানটি প্রায় পুরোটাই হ্রদের পানিতে ডুবে থাকতে দেখা গেছে। কেবল বিমানটির লেজের অংশ পানির ওপরে ভেসে আছে। চারপাশ ঘিরে রয়েছে উদ্ধারকর্মীরা এবং জেলেনৌকা।
বাকুবা বিমানবন্দরের একটি দিকের রানওয়ে চলে গেছে আফ্রিকার সর্ববৃহৎ হ্রদ ভিক্টোরিয়ার তীরের পাশ দিয়ে।
তাঞ্জানিয়ার বেসরকারি প্রিসিশন এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সবচেয়ে বড় শহর দার এস সালাম থেকে মোয়াঞ্জা শহর হয়ে বাকুবায় যাচ্ছিল। সে সময় বিমানটি ঝড় এবং প্রবল বৃষ্টির মধ্যে পড়ে বলে জানা গেছে।
Array