নাটোর প্রতিনিধি/
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা গ্রামের মন্টু(৬৫) নামে এক জন বৃদ্ধ বড়াল নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গিয়েছে। ৫ নভেম্বর ( শনিবার) দুপুর ১.৩০ দিকে প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে বড়াল নদীতে গোসল করতে যায় কিন্তু হঠাৎ পানিতে ডুবে যায।
মিন্টু লালপুর উপজেলার মৃত নুর মোহাম্মদের ছেলে সে নন্দীকুজা মোল্লাপাড়া এলাকায় বিয়ে করে ঘরজামাই থাকত। গতকাল দয়ারামপুর ফার্য়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসীরা চেষ্টা করে লাশ উদ্ধার করতে পারেনি।
পরে রাজশাহীতে ফায়ার সার্ভিসদের খবর দিলে আজ ৬ই নভেম্বর সকাল ৬ টার সময় থেকে ডুবরী দল এসে ২ ঘন্টা চেষ্টা করে নদী থেকে লাশ উদ্ধার করে। নিহত মন্টুর বড় ছেলে শাহেদ জানান, তার বাবা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে দয়ারামপুরের ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী নদীতে অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে রাজশাহীতে ডুবুরি দলকে খবর দেয়, তারা এসে মরদেহটি উদ্ধার করে দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গতকাল থেকে শতশত নারী পুরুষ নদীর পাড়ে লাশের জন্য অপেক্ষা করে। কিন্তু লাশের কোন সন্ধান পাওয়া না যাওয়ায় ডুবুরি দলের চেষ্টায় নদীর তলদেশ থেকে মরদেহটি পাওয়া যায়।
এসময় দয়ারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহাবুর ইসলাম মিঠু ও স্হানীয় মেম্বার মোঃ হেলাল উদ্দিন উপস্থিত থেকে ফায়ার সার্ভিসের কাছে থেকে লাশ বুঝিয়ে নিয়ে পরিবারের নিকট হস্তান্তর করেন।
Array