ajkalerbarta
06th Nov 2022 12:18 pm | অনলাইন সংস্করণ
লিটন দাসের প্রতি সবার আস্থা থাকলে আজ অল্প রানেই আউট হন তিনি। এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত জুটি বেধে ধরলেন হাল।
শাদাব খানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট দিলেন সৌম্য, পরের বলে সাকিব হলেন বিতর্কিত আউট। মোমেন্টাম হারিয়ে ফেলল বাংলাদেশ, করলো বাজে ব্যাটিং। সংগ্রহটাও তাই হলো না খুব একটা বড়।
আজ রবিবার (০৬ নভেম্বর) অ্যাডিলেইড ওভালে পাকিস্তানের সামনে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে এই সংগ্রহ দাঁড় করায় সাকিব আল হাসানের দল। এই ম্যাচে জয়ী দলের সরাসরি সেমিফাইনালে খেলবে।
Array