নাটোর প্রতিনিধি/ নাটোর জেলার লালপুর উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আলোচনা সভার আয়োজন করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-১ ( লালপুর – বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল। সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা।
বক্তৃতা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ মাহমুদুল হক মুকুল।
জাতীয় সমবায় দিবস অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন, অধ্যক্ষ বাবুল আকতার সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম জয়, এবি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম আসলাম উদ্দিন, সাবেক উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু।
বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” স্লোগানকে সামনে রেখে লালপুর উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।
Array