কুমিল্লা প্রতিনিধি/
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ওই সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জানা গেছে, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন জেলার টাউনহল মাঠে অনুষ্ঠিত হয়। মহানগর কমিটির সভাপতি সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন শুরু হওয়ার পর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য আনজুম সুলতানা সীমাসহ অন্যান্য নেতারা সম্মেলনস্থলে যেতে চাইলে তাদের টাউনহল গেট দিয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
ওই সময় সীমার সমর্থক নেতাকর্মী ও বাহারের সমর্থক নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। নজরুল অ্যাভিনিউ রোডে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ওই সময় আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে। প্রায় ২০ মিনিট ধরে এ সংঘর্ষ চলে।
Array