বার্তা কক্ষ
05th Nov 2022 7:11 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক/
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি স্বর্ণের বার ও এক কেজি ওজনের স্বর্ণালঙ্কারসহ এক ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
শুক্রবার (৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
আটক হোসেন মাহমুদ (২৯) ফেনীর বারোইয়া গ্রামের বাসিন্দা।
মোহাম্মদ জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশের একটি গোয়েন্দা দল শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকায় মাহমুদকে আটক করে। আইনশৃঙ্খলা বাহিনী তার কাছ থেকে প্রায় ২ লাখ ৬ হাজার টাকা মূল্যের তিনটি ল্যাপটপ ও দুটি আইফোন জব্দ করেছে।
এ ব্যাপারে মামলা হয়েছে বলেও জানান এএসপি।
Array