নিজস্ব প্রতিবেদক//
জনাকীর্ণ রাজধানীর প্রেসক্লাবের সামনের সড়ক। সেখানেই মশারি টাঙ্গিয়ে বসে আছেন এক নারী। ঢাকাসহ সারাদেশে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ব্যতিক্রমী এ প্রতিবাদ জানানো হয়।
শুক্রবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুনধারা বাংলাদেশ নামে একটি সংগঠন এ প্রতিবাদ করে।
এছাড়া দেশে চলমান ‘অর্থনৈতিক সংকট’-এরও দাবি জানান দলটির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, এমন অনেক এলাকা আছে, যেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা পাওয়ার কোনো সুবিধাই নেই। বিশেষ করে উপজেলাগুলো একজন চিকিৎসকের বিপরীতে ৫০ থেকে ৬০ হাজার রোগী থাকে। এমতবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের উচিৎ সমস্যা সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাধিকার রক্ষা করা। তা না হলে আগামীতে নতুনধারা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল দফতর-উপদফতর ক্রমানুসারে ঘেরাও কর্মসূচি গ্রহণ করবে।
বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশর চেয়ারম্যান মোমিন মেহেদী।
Array