জেলা প্রতিনিধি,কক্সবাজার: নির্বাচনকে সামনে রেখে আগেই দেশজুড়ে সমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি দল আওয়ামী লীগ। তার অংশ হিসেবে কক্সবাজারেও সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। সমাবেশে উপস্থিত থাকবেন দলের সভাপতি শেখ হাসিনা। আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে সমাবেশের তারিখ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্র থেকে এ তারিখ ঘোষণা করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এই উপলক্ষে কেন্দ্র থেকে করণীয়ও নির্ধারণ করেছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৭ ডিসেম্বর কক্সবাজারে সমাবেশ হচ্ছে এটা চূড়ান্ত। ইতোমধ্যে কেন্দ্রের নির্দেশনা এসেছে। সে মোতাবেক কাজ শুরু করেছে জেলা আওয়ামী লীগ। জনসমাবেশ বাস্তবায়ন করতে মঙ্গলবার একটি অনির্ধারিত জরুরি বৈঠকও করেছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
কেন্দ্রের নির্দেশনা অনুসরণ করে এই বৈঠকে নেওয়া হয়েছে কয়েকটি মূল সিদ্ধান্ত। তার মধ্যে রয়েছে, আগামী ৭ নভেম্বর জেলা কার্যালয়ে করা হবে জরুরি বর্ধিত সভা। সেখানে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক অংশ নেবেন। এরপর ১০ নভেম্বর করা হবে প্রতিনিধি সম্মেলন। পাবলিক হলের শহীদ সুভাস অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হবে। সেখানে পাঁচ থেকে সাতজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। এই প্রতিনিধি সম্মেলন থেকে ভেন্যু নির্ধারণসহ যাবতীয় সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী জানান, ভেন্যু নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১০ নভেম্বরের প্রতিনিধি সম্মেলন থেকে। এ সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা এবং কক্সবাজার নিয়ে তার আগামীর স্বপ্নের কথা তুলে ধরবেন।
Array