লালপুর প্রতিনিধি ( নাটোর): নাটোরের লালপুর উপজেলার যুব দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা নভেম্বর) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
“প্রশিক্ষিত যুবক উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইসাহক আলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা শামীমা সুলতানা। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ লাবণী সুলতানা। উক্ত আলোচনা সভায় আরোও উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ কাজী আছিয়া জয়নুল বেনু প্রমুখ। পরে যুব উদ্যোক্তার মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
Array