বাকলিয়া প্রতিনিধি: চট্টগ্রামের বাকলিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রাকিবুল নগরীর চান্দগাঁও থানার খাজা রোড কমিশনার গলির বাসিন্দা।
সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কর্ণফুলী নদীর ঘাটকূল এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে স্থানীয় বাসিন্দা সাহেদসহ আরও কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সাহেদ বলেন, “তাকে কে বা কারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ফেসবুকে কী স্ট্যাটাস দেওয়া নিয়ে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। এই ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করেছি।”
Array