দেশের সর্বউত্তরের উত্তরের জেলা পঞ্চগড়ের পরিষ্কার আকাশে এখন দ্যুতি ছড়াচ্ছে অপরুপ কাঞ্চনজঙ্ঘা। সেই মোহনীয় দৃশ্য দেখতে খুব ভোরে হাজারো পর্যটকের ঢল নেমেছে তেঁতুলিয়া ডাকবাংলোয়।
আজ সোমবার সরেজমিনে দেখা যায়, আজ খুব ভোর থেকে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে খুব পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বিভিন্ন বয়সী পর্যটকরা বিমুগ্ধ চিত্তে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করছেন। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুবান্ধব নিয়ে। এসেই সীমান্ত প্রবাহিত মহানন্দা নদীর তীরে অবস্থিত ডাকবাংলোয় দাঁড়িয়ে স্মার্টফোনে ধারণ করছেন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। সেলফি তুলছেন, ছবি ও ভিডিও করে তা ছড়িয়ে দিচ্ছেন ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এর আগে গতকাল রোববার ভোর থেকে তেঁতুলিয়া ডাকবাংলোয় হাজারো পর্যটকের আগমন ঘটে। কিন্তু সিত্রাং এর প্রভাবে গত ৪-৫ দিন ধরে দেখা মিলছে না কাঞ্চনজঙ্ঘার আর এতে হতাশায় ফিরতে হয়েছে আগত পর্যটকদের। তবে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা অনেক পর্যটক স্থানীয় আবাসিক হোটেলগুলোতে জায়গা না পেয়ে তাবু টাঙিয়ে চা ও লিচু বাগানে রাতযাপন করছেন।
Array