মোঃ আতাউর রহমান, লালপুর( নাটোর) প্রতিনিধি: নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষি বিভাগ আয়োজিত ২ দিন ব্যাপী সিডিএ/সিআইসিদের চাকুরীকালীন প্রশিক্ষণ সমাপ্ত হলো আজ। গত ২৯শে অক্টোবর ( শনিবার) থেকে শুরু হয়ে ৩০শে অক্টোবর রবিবার ২দিন ব্যাপী সুগার মিলের ট্টেনিং কমপ্লেস্ক এ প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।
কৃষিবিদ মোঃ আনিসুল আজম ব্যবস্হাপনা পরিচালক নবেসুমির সভাপতিত্বে এ প্রশিক্ষণ কার্যক্রম চলে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোঃ আমজাদ হোসেন মহাপরিচলক বিএস,আর,আই, ঈশ্বরদী পাবনা ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোঃ শামসুর রহমান সি.এস.ও ঈশ্বরদী,পাবনা। প্রশিক্ষণে ৯০ জন সিডিএ/ সিআইসি অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ড. আমজাদ হোসেন প্রশিক্ষণার্থী উদ্দেশ্য বলেন পরিচ্ছন্ন বীজ যদি জমিতে রোপণ করা যায় তাহলে আখের উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে কৃষকরা তেমন আখ আবাদ করে লাভবান হবে তেমনি আমাদের সুগার মিলে ভালো মানের আখ পাবো। সুস্থ সবল আখ যদি আমার পাই তাহলে চিনি উৎপাদন বেশি হবে এবং সুগার মিলসগুলো লাভের মুখ দেখবে।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন সিডিএ/ সিআইসি পদে যারা চাকরি করেন তারা সরাসরি কৃষকদের সঙ্গে যোগাযোগ হয়,তাই কৃষকদের বুঝতে হবে সুগার মিলে পরিস্কার পরিচ্ছন্ন আখ যেন সরবরাহ করেন,তাহলে সুগার মিলে আখ মাড়াই করে লোকসানে পড়বে না। সিডিএ/ সিআইসিদের আখের চাষ বৃদ্ধি করার জন্য বিভিন্ন পরামর্শ দেন,যাতে সুগার মিল এলাকায় আখের চাষ যেন আর বৃদ্ধি পায়।আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের বীজ সরবরাহ করতে হবে, আর পরিস্কার পরিচ্ছন্ন আখ সরবরাহ করার জন্য পরামর্শ দিতে হবে।
পরিশেষে সভাপতি কৃষিবিদ আনিসুল আজম সমাপনী বক্তব্য দিয়ে সিডিএ/ সিআইসিদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্ত করেন।
Array