বিনোদন ডেস্ক: উপমহাদেশের অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় পাকিস্তানি সিনেমার ইন্ডাস্ট্রি তেমন বড় জায়গা নয়। মুক্তির পর যেমন দীর্ঘ সময় ধরে এ ইন্ডাস্ট্রির সিনেমা চলে না, তেমনি আয়ের অঙ্কের দিক থেকেও বেশ পিছিয়ে পাকিস্তানের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। তবে ২০২২ সালে এসে নতুন ইতিহাসের সাক্ষী হলো পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রি।
গত ১৩ অক্টোবর মুক্তি পেয়েছিল “দ্য লেজেন্ড অব মওলা জাট”। মুক্তির পর থেকেই সিনেমাটি দারুণ দর্শক জনপ্রিয়তা পায়। এমনকি মুক্তির ১৬ দিন পেরিয়ে গেলেও সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ-উদ্দীপনায় কোনো ভাটা পড়েনি। পাকিস্তানি সিনেমার ক্ষেত্রে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না বললেই চলে।
তবে “দ্য লেজেন্ড অব মওলা জাট” সিনেমাটি ইতিহাস গড়েছে আয়ের দিক থেকে। মুক্তির ১০ দিনের মাথায় সিনেমাটি ১০০ কোটি রুপি উপার্জন করে। সেই সঙ্গে পাকিস্তানি চলচ্চিত্রের ইতিহাসে প্রথম ছবি হিসেবে শত কোটি রুপি আয়ের কীর্তি গড়ল পাঞ্জাবি ভাষায় নির্মিত সিনেমাটি।
সিনেমাটির আয়ের কথা জেনে যেমন অনেকের চক্ষু চড়কগাছ, তেমনি সিনেমাটির দৃশ্যধারনের কাজ শুরু করার সময় বাজেটের কথা শুনেও অনেকের চোখ কপালে উঠে গিয়েছিল। যখন সিনেমাটির শুটিং শুরু হয়, তখন এর সম্ভাব্য বাজেট ধরা হয়েছিল ৫০ কোটি রুপি। পরবর্তীতে মুক্তির আগে সিনেমাটির বাজেট গিয়ে ঠেকে ৭০ কোটি রুপিতে।
“দ্য লেজেন্ড অব মওলা জাট” সিনেমাটি যে নতুন ইতিহাস গড়তে পারে, তার আভাস মিলেছিল শুরুর দিকেই। মুক্তির প্রথম সপ্তাহেই শুধু পাকিস্তান থেকেই সিনেমাটির আয় ছিল রেকর্ড ১১ কোটি ৩০ লাখ রুপি। এর আগে কিন্তু কোনো পাকিস্তানি চলচ্চিত্র এই রেকর্ডের অধিকারী ছিল না। ১১ কোটি ২৫ লাখ রুপি আয় করে রেকর্ডটি ছিল সালমান খান অভিনীত বলিউড সিনেমা “ সুলতান-এর দখলে।
Array